মুখোশের চোখ


দেবাশিস সাহা



রোদ ওড়াই
ওড়াই দু-হাত উপচে পড়া আলো
তুমি যত্নে রাঙাও
নরকের মুখ
তুমি ভাবছো তোমার মতো
গোপনে হাজারো ক্ষত
যা দেখাবার নয়
অপরের ঘুড়ি
টেনে নামিয়ে আনি ঘরে
শব্দহীন মুর্তি বেশে
ঘাতক আসে চাঁদের দেশে
কেড়ে নিয়ে যায় শব্দ যতো
থ্যাতলানো মুখোশের চোখ
ভয় দেখায়

আগলে রাখি
পৃথিবীর শেষ হাসিটুকু

No comments:

Post a Comment