একটি দিন যেভাবে শেষ হয়


আকাশ সৎপতি

 

 

ফাঁকা রেলিং - এ ভ্যাপসা স্মৃতি দের ভিড়
উপরে সতর্কের সাইরেন বাজছে
হঠাৎ নিঃশব্দে রাংতা কাগজে মোড়া
একটা সন্ধ্যা নেমে এল ;
টকার ভিতর মাটির প্রদীপ নিয়ে
হাঁটতে থাকল একটি আবছা নারীমুর্তি

প্রতিটি লেথারজিক্যাল মুহুর্তের উপর
তখন শুধুই আতরের স্পর্শ ,
অনুভূতি যেন অনুবাদক ;
একটু পরেই দোলতলায় উড়ে এসে পড়ল
পুরনো আবির , অজানা গ্রামের সংকীর্তনের সুর
এরপর সন্ধ্যা গড়িয়ে যখন রাত নামল
তখন প্রকৃতির চোখে মুখে ওম ঝরছে ।

No comments:

Post a Comment