স্মৃতি


অসীম ভুঁইয়া

 




নীতিগুলো ভেঙে পড়ে কার্পেটের বারান্দায়
এগিয়ে চলি খেয়ালি আবেগে
#
পথের বাঁকে বেশকিছু স্মৃতি আজো আছে জেগে


পথশিশু


পথশিশুরা একে একে চলে যায় সব
রেখে যায় অন্তহীন ক্ষুধার নোনতা আলো
#
দপুর গড়ানো পথে সন্ধ্যা নেমে এল ।
স্নান
নক্ষত্রের ওপারে অন্ধকারের ঘুম-ঘর
পথক্রমায় ভুলের মেঘ ভাসমান
#
দুপুরের দিঘি পাড়ে আজো দেখি রূপসার স্নান



শলাকা


সন্ধ্যা নামল ।সূর্য টলমল পায়ে সামলে নিল পথ
সামনে নক্ষত্রের এলোমেলো পড়ে থাকা
#
রাত্রি ঘনিয়ে আসে। সীমান্তে জ্বলে ওঠে নীল শলাকা ।
 

No comments:

Post a Comment