বিস্মৃতির একটুকরো গল্প


এ কে এম আব্দুল্লাহ

 


মাঝেমধ্যে সান্নিধ্যগুলো - এ্যলবামে রাখা ছবির মতো প্রীতিময় হয়ে ওঠে। আর আমি দাঁতে - ঠোঁটচেপে ধরা যুবকের মতো - দৃষ্টির পাতা
উল্টোতে থাকি। সময় বড়ই নিষ্ঠুর - টিটকারি মারে দু:সহ স্মৃতির। আমি জলজ ফুলের গন্ধ মেখে - পুরোনো জোছনার মাপজোক করি।
আর,থৈথৈ ভরা বেদনার উচ্ছল তটে - মুখরিত স্বপ্নেরা করে মিছিল।
এরপর, আলমিরার তাক থেকে বের হয়ে আসে - তোমার হাতের নট দেয়া টাইয়ের সাজিয়ে রাখা সময়। রাতের অজান্তে আবেগের আঁখিকোণে
জমে - ফোটা ফোটা অশ্রুকণা। ক্ষণিকের তরে যাই হারিয়ে। আর আমার চোখের সম্মুখে - দৃশ্যায়িত হতে থাকে - প্রাক্তন কিছু সময়ের
স্থিরচিত্র।

1 comment: