ইদানীং মৃত্যুগুলো খুব সহজ


শাহীদুন হাসান চৌধুরী




মৃত্যু হাসছে অক্সিজেনের ভেতর,
যমদূত দাঁড়িয়ে আছে
ল্যাম্পপোস্টের আলোয়,
ডাকপিয়ন ছুটছে ঈশ্বরের দরোজায়...
মৃত্যু গুণে গুণে ঘুম পাহারা দিই রোজ,
জলজ পাতায় ভেসে আছে ফুসফুস...
ফিসফিস চলছে বেঁচে থাকার ইচ্ছে

মৃত্যুগুলো খুব সহজ,
পলক পড়তে না পড়তে ঢুকে পড়ে
বুকের ছেঁড়া পকেটে...
অনবরত টোকা দিতে থাকে,
মাঝে মাঝে শীষ দিয়ে উঠে...

আমি ঘুমুতে চাই আরো কিছুক্ষণ,
মৃত্যুগুলো চিৎকার শুরু করে দেয়..
আমিও চুপ মেরে থাকি,
হঠাৎ জলের শব্দ শুনি,
আমি ঘুমুতে চাই, রাত জেগে মৃত্যু পাহারা দিবো..
মৃতুগুলো রোজ ভেসে যাচ্ছে,
বেঁচে থাকার উপত্যকায়...
ইদানীং মৃত্যুগুলো খুব সহজ








No comments:

Post a Comment