||মার্চের ডায়েরি ||


মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া




এসে গেছে দ্যাখো দি আবার এসেছে, মধুমাস
শরীরে কষ্ট কই? হাসতে হাসতে হেঁটে যাচ্ছে ওরা
যে সব নদীর নাম শুনিনি কখনো
আবর্জনার নীচে গুম হয়ে যাচ্ছে যে নদীদের লাশ
ছবির ভেতরে দেখি,শান্ত জলের রেখা টলটল করে
জলের অনেক নীচে ভালবাসাদের বসবাস...
শুনতে পাচ্ছ দি ?শুনতে পাচ্ছো নদীদের নাম?
ইটভাটা এখানে,বালির স্তূপ, বাড়ি হবে এরপর
,ভুলে যাবে বলো!ভুলে যাবে সবাই,
শুধু ভুতে পাওয়া মানুষের মত
রাহুলরা বলাবলি করে আর কাঁদে
মরা নদী জড়িয়ে বলে,ভালবাসলাম।

ভালবাসা সবপারে নাকি?
কান্নায় মুছতে পারে এতবেশি লোভ?
লোভী হাতে জমে ওঠা পাপ ধোবে বলে
অসময়ে মেঘ করে চোখের বিজনে
মেঘে মেঘে দেখি, বুকে জমে যাচ্ছে ক্ষোভ
আসলেতো ফাঁকা বুক,
বুকের ভেতরে পথ পড়ে আছে ধু ধু
যে পথে সারাদিন হেঁটে যাচ্ছে ওরা, ঘুম নেই
চোখে তবু কি মায়ার স্বপ্ন লেগে আছে
আঁকাবাঁকা খাত ধরে দুগালেই নদী নামছে শুধু
মধুমাসে সব ফুল ফুটুক, ফুটুক!
তুমি কিচ্ছু জানো না দি;,শোনো

নদী-গাছ- পৃথিবী, ভালবাসাতেই সব বাঁচে....







No comments:

Post a Comment