প্রবাহের নীচে এক ক্ষয়

তৈমুর খান 





চারিপাশে ঝরে পড়া দীর্ঘশ্বাস
আয়নায় ভাসে রক্তমাখা গান
সবই তো সময় স্বরলিপি
ঘরে ঘরে উঠে আসে সময়ের ধান

কার্যত বিজ্ঞাপনের জ্যোৎস্নায়
কিছু খেলাধূলা আর সুরের উৎসার
ছলকে ওঠে অসহিষ্ণু মূর্খ আলো
আলোয় আলোয় নিঃশেষ বিষপান
আমাদের জয় নেই
প্রবাহের নীচে এক ক্ষয়
প্রবল ঘোরের টানে পাক খায়
রাত্রির নিরর্থক ঘুম...

2 comments: