যাযাবর ।।


মোহাম্মদ জসিম

 


তোমার নীলাভআর পৃথিবীর গাঢ় লাল চোখের মাঝখানে নির্মিত হচ্ছে নদীসভ্যতার আর্দ্র দীর্ঘশ্বাস; অসময়
বলেপ্রবেশ করতে পারিনি উন্মোচিত চাঁদের ক্ষনপ্রভা পথের বেণীতে...
ভুলে গেছি প্রায়, উজানপথের ছলনা কিংবা বহুব্যবহৃত স্বপ্নের মায়প্রজন্মকে সন্ধ্যা, সমাধি ও মধ্য শীতের
তীর্যক রোদও দৃশ্য থেকে মুছে দিলে শূন্যতার শাস্ত্র খুলে পাঠ করি নিজেরই ছায়াসর্বনাম!
বিগত শতাব্দীজুড়ে গৃহহীন সূর্যের সাথেএকটি সবুজ দিন খুঁজে পেলে তাঁবু ফেলে সামান্য বিশ্রাম নেয়া যেত!

No comments:

Post a Comment