পরিণতি /


মহসীন আলম শুভ্র




বাবার মৃতদেহ উঠানে রেখে আমার ছেলেরা কুলখানি নিয়ে চিন্তিত হয়ে পড়ল,আর আমার মেয়েরা ভোজেরদিনের সাজসজ্জা নিয়েআমার স্ত্রী,
যার সাথে আমি শেষ রাত কাটালাম,শোকপ্রকাশে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে গেলো
আমার আত্মীয় যারা এসেছিলেন তারা হায়! হায়! হায়! হায়! বলতে বলতে বাড়ি ফিরে গেলেনপড়শি যারা ছিলেন,লাশ দেখার ভয়ে ঘর থেকে
বের হলেন না
আর একদল শেয়াল যারা আমার উপর নজর রাখছিল তারা বলে উঠলো, -কে কি গোরে রেখে আসার
কেউ নেই!
উত্তরে জিব্রাইল এসে বলে গেলো,খোদার আদেশ-তোমরাই একাজ সমাধা করো

No comments:

Post a Comment